রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কের ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি ধোঁয়ায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের নামপরিচয় বলতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মৃত ওই নারীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগুনের ঘটনায় আহত সাহিদা নামে ১২ বছরের এক শিশুকে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর সকাল সাড়ে নয়টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তিরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। এক ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।
Leave a Reply