রাউজানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, মো. হাবিবুর রহমান, আরাফাত হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মো. নুর আলী, সাহাব উদ্দিন, মিন্টু দে, দীপক দাশ, চন্দন কুমার বিশ্বাস, হাসান আলী প্রমূখ। আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। শেষ হবে আগামী ১৫ অক্টোবর। অবহিতকরণের লক্ষ্যে উপজেলায় মাইকিংসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে এবার ক্যাম্পেইনের মাধ্যমে ১ বছর থেকে ৬ বছর বয়সের শিশুদের ৪৫ হাজার লাল ক্যাপসুল এবং ৫ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের ৬ হাজার নীল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নানা গুজব ছাড়ানো হয়। গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

২৪ঘণ্টা/এন এম রানা/নিজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *