কমিউনিটি পুলিশিং ডে, বোয়ালখালীতে আলোচনা ও পুরস্কার বিতরণ

সমাজে অপরাধমূলক কর্মকান্ড রুখে দিতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসসহ সকল সামাজিক অপরাধ দমনে আইন শৃঙ্খলাবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বোয়ালখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

কমিউনিটি পুলিশিং কমিটি বোয়ালখালী থানা চট্টগ্রাম আয়োজিত এ অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, কাজল দে, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাংবাদিক সিরাজুল ইসলাম ও প্রলয় চৌধুরী মুক্তি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *