নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে পোর্ট কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে বন্দরের প্রায় ৩ একর জমি পুনরুদ্ধার করা হয়। বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন ছাড়াও এ অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাছাড়া অভিযানে ২টি পে লোডার ব্যবহার করে অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক এ উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, দীর্ঘদিন ধরে বন্দরের জমি দখলে রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো একটি চক্র। এতে বন্দরের সম্পত্তি বেদখলের পাশাপাশি এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছিল।
মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দরের উত্তর আবাসিক এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
২৪ ঘণ্টা/ রাজীব
Leave a Reply