সীতাকুণ্ডের বার আউলিয়ায় ভেন্টিলেটর ভেঙে ওয়ালটন শো-রুমে চুরি

সীতাকুণ্ডে ওয়ালটনের শোরুম চুরি

২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার সংলগ্ন আনজুমান ইসলাম মার্কেটের আল-আমিন ইলেকট্রনিক্স (ওয়ালটন শোরুমে) মঙ্গলবার রাত ২টায় সময় চুরির ঘটনা ঘটেছে।

চোরের দল দোকানে থাকা ওয়ালটন কোম্পানির ২০টি দামি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ২০ টি মোবাইলের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। ৩/৪ জনের একটি চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে।

এ ঘটনায় বুধবার ওয়ালটন শোরুমের এর মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মালিক মোহাম্মদ আলী জানান, বার আউলিয়া বাজারে রাতে তিন নৈশ প্রহরী দায়িত্ব থাকা অবস্থায় চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে ঢুকে কিভাবে ২০টি দামি মোবাইল ও নগদ ৪০ হাজার নিয়ে যায়। এতে তিন নৈশ প্রহরী চুরির সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও মুখে মাক্স থাকা কারণে তাদেরকে চেহারা বুঝা যাচ্ছেনা।

সীতাকুণ্ড থানার এসআই হারুন উল রশীদ বলেন দোকানে চুরির একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত চলছে।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *