আলামিয়া- নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে পবিত্র কছিদা বুরদা শরীফ খতমে খাজাগান, খতমে শেফা শরীফও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৪ ঘণ্টা নিউজ ডেস্ক: সেচ্ছাসেবী সংগঠন আলামিয়া- নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা ও বিশ্বময় মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় পবিত্র কছিদা বুরদা শরীফ, খতমে খাজাগান, পবিত্র খতমে শেফা শরীফ ও দোয়া মাহফিল গতকাল ২৪ সেপ্টম্বর২০২০ বৃহস্পতিবার বাদে মাগরীব থেকে নগরীর আতুরার ডিপোস্হ তাহেরাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন মাওলানা জিয়াউল হক আলকাদেরী,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী,মাওলানা মুহাম্মাদ আতাউর রহমান নঈমী,মাওলানা জামাল উদ্দীন আলকাদেরী, মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ শহীদ উদ্দীন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আলকাদেরী, মাওলানা সোলাইমান আলকাদেরী, মাওলানা সেলিম রিয়াদ আলকাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ নুরুচ্ছাফা,মাওলানা মোহাম্মদ আশরাফুল আলেম সাইমুন।

আরো উপস্থিত ছিলেন হাজ্বী মোহাম্মদ সোলায়মান ছৈয়দ মোহাম্মদ শাহজাদা মফিজুল ইসলাম, মোহাম্মদ হাসান সিকদার নওসাদুল আলম জিসান, মোঃ ইকবাল, সাইফুল ইসলাম ইমন,হানিফ মুহাম্মদ শিবলু,মোহাম্মদ মনিরুল ইসলাম,আনিস মুহাম্মদ বিবলু,সাইফুল ইসলাম শাকিল প্রমুখ। মাহফিল শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী ।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *