সীতাকুণ্ড পৌরসভা ৭নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন নিয়ে মতবিরোধ

সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড কমিটি গঠনে তৃণমূল কাউন্সিলরদের মতামতকে উপেক্ষা করে কমিটি ঘোষনা করার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম.এ মনসুর আহমেদ।

তৃণমূল নেতা কর্মিদের মতামতকে উপেক্ষা করণে ওই মিটিংএ থাকা দলের ভারপ্রাপ্ত সভাপতি সভা বর্জণ করে চলে এসেছেন বলেও দাবি করেন তিনি। এ নিয়ে সীতাকুণ্ড পৌরসভার আ.লীগের নেতা কর্মিদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। একতরফা কমিটি গঠন নিয়ে শনিবার রাতে পৌরসদরে বিক্ষোভ মিছিল করেছে আ.লীগের একটি অংশ।

সংবাদ সম্মেলনের পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দাবি করে মনছুর আহমেদ জানান, শুক্রবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে কমিটি গঠন নিয়ে সভা চলছিলো। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইছহাক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলমসহ নেতা কর্মিরা।

এসময় সভায় প্রত্যক্ষ ভোটে ওই ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান নেতা কর্মিরা। এর প্রতিবাদে তৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেন নেতা কর্মিরা। তিনি প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে পৌরসভা আওয়ামীলীগের নেতা এ জে এম হোসেন লিটনও উপস্থিত ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, যা হয়েছে তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিক্তিতে হয়েছে। যারা পরাজিত হয়েছে তারা অপপ্রচার করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *