লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একাট্টা হয়েছে আওয়ামী লীগ। যে কোন মুল্যে নৌকাকে বিজয় করতে দু’হাত তুলে শপথ নিয়েছেন লোহাগাড়ার সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২ টায় স্থানীয় মডার্ণ কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীরা এ শপথ নেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আলহাজ্ব আনোয়ার কামাল ও উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।
এতে বক্তব্য রাখেন লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল কবির, আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম ইউনুচ ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ বলেন, আগামী ২০ অক্টোবর লোহাগাড়ার তিন ইউপি নির্বাচনে যে কোন মুল্যে নৌকাকে বিজয়ী করতে হবে। প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভূলে আগামী ২০ অক্টোবর নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি। এছাড়াও আগামী ৪ অক্টোবরের মধ্যেই দলের বিদ্রোহী প্রার্থীদের নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহবান জানানো হয়। অন্যথায় দলের সকল পদ-পদবী থেকে বহিষ্কারের হুশিয়ারিও দেন তিনি।
বিশেষ বর্ধিত সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মো: সিকদার, এরশাদুল হক ভেট্টু, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, নিবাস দাশ সাগর, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, হাজ্বী মাহমুদুল হক, কাশেম মিয়া, ফরিদ আহমদ, আনিস উল্লাহ, নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মো: মিয়া ফারুক, তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, শহিদুল হক হোসাইনী, মোজাহিদ বিন কাইছার, আবু ইউসুফ, সুভাষ চন্দ্র নাথ, নুরুল কবির সলিল, এস.এম আব্দুল জব্বার, মামুন-উর রশিদ চৌধুরী, আবছার উদ্দিন, সলিল কান্তি বড়ুয়া, মো: এমরান, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন জনু চেয়ারম্যান, মাষ্টার শফিকুর রহমান চেয়ারম্যান, জহির উদ্দিন চেয়ারম্যান, হারুনুর রশিদ রাসু, জসিম উদ্দিন, হেফাজ উল্লাহ, আলী আহমদ, কামাল উদ্দিন, দিদারুল আলম বাবুল, সাজেদুর রহমান দুলাল, রিটন বড়ুয়া রোনা, আসহাব উদ্দিন, শাহ আলম পল্টু, গাজী ইছহাক ও শামসুল আলম প্রমুখ।
২৪ ঘণ্টা/আজাদ
Leave a Reply