এমসি কলেজে গণধর্ষণ: ৩ আসামির স্বীকারোক্তি

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল ইসলাম।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতে প্রথমে অর্জুন লস্করের এবং পরে সাইফুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন বিচারক জিয়াউর রহমান। সিলেট সহকারী মহানগর হাকিম আদালতে রবিউল ইসলামের জবানবন্দি গ্রহণ করেন বিচারক সাইফুর রহমান।

জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

গত রোববার গ্রেপ্তারের পর সোমবার তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সহকারী মহানগর হাকিম সাইফুর রহমান।

গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ। এ ঘটনায় সেদিন রাতেই ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

২৪ ঘণ্টা/আমরিন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *