ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্লাইওভারে সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় মারা গেছে মো. রিয়াজ উদ্দিন রায়হান নামে ২৫ বছর বয়সী এক যুবক।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় ফ্লাইওভারের উপর নষ্ট মোটর সাইকেল মেরামতের সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখপাড়া আব্দুল মজিদের ছেলে।

সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এ যুবকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন।

তিনি বলেন, শনিবার বিকেল পৌণে ৫টার সময় লালখান বাজার ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন পথচারি। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনার পর চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ফ্লাইওভারের গরীবউল্লাহ শাহ মাজারের কাছে রায়হানের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। রাস্তার উপর দাড়িয়ে সেটি মেরামত করার সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রায়হানকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *