কোতোয়ালি থানার নাশকতা মামলায় থানা যুবদল নেতা রাসেল কারাগারে

রাসেল কারাগারে

ডেস্ক নিউজ : পাঁচলাইশ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন আহমদ।

তিনি বলেন, ২০১৯ সালে নাশকতা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানার একটি মামলায় উচ্চ আদালতের জামিনের শেয়াদ শেষ হওয়ায় রবিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাসেল।

এসময় রাষ্ট্রপক্ষে তার জামিন আবেদনে আপত্তি জানালে আদালত তা আমলে নিয়ে শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ ঘণ্টা/আরএস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *