রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন সড়কে তাল বিচি রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে কদলপুর গুচ্ছ গ্রাম আবাসন সড়কে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মজিব উর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, স্থানীয় ইউপি সদস্য কমল চক্রবর্তী সহ আরো অনেকেই।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বজ্রপাত মোকাবিলায় বেশী করে তাল গাছের চারা রোপনের আহবান জানিয়ে বলেন, তালগাছ বজ্রপাতের মতো দুর্যোগ থেকে আমাদের সুরক্ষা দেয়। সরকার সড়কের পাশ্ববর্তী জায়গায় কিংবা বাড়ির আশপাশে বেশী করে তাল চারা রোপনের সিন্ধান্ত নিয়েছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে টিআর/কাবিখা প্রকল্পের মাধ্যমে সারা দেশে তাল বিচি রোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে রাউজানের বিভিন্ন স্থানে তাল চারা রোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এই চারাগুলির সঠিক পরিচর্যা করতে হবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কদলপুর ইউনিয়নের দুইটি আবাসন প্রকল্প এলাকা পরিদর্শন করে সেখানে বসবাসরত পরিবার গুলোর সুপেয় পানি ও বিদ্যুত সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, আবাসনে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। বর্তমানে আবাসনে বিদ্যুৎ ও পানির সংকট রয়েছে। পানির সংকট নিরসনে একটি পুকুর খনন ও একটি গভীর নলকূপ স্থাপন করা হবে।
এছাড়া প্রতিটি পরিবার যাতে বিদ্যুৎ সংযোগ পায় সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম
Leave a Reply