রাউজানের কদলপুরে গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইউএনও

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

সোমবার (৫ অক্টোবর) সকালে কদলপুর গুচ্ছ গ্রাম আবাসন সড়কে তাল গাছের বীজ রোপন কর্মসূচি শেষে তিনি প্রকল্প দুটি পরিদর্শনে যান। এ সময় তিনি গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারসমূহের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পা কর্মকর্তা লিকসন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, স্থানীয় ইউপি সদস্য কমল চক্রবর্তী সহ আরো অনেকেই।

পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের কাছে বসবাসরত পরিবারগুলো সুপেয় পানি ও বিদ্যুত সমস্যার কথা তুলে ধরলে ইউএনও বিষয়গুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী ইউএনওকে গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শিশুদের শিক্ষার বিষয়টি অবগত করলে এ সময় ইউএনও সোহাগ বলেন, সরকার সারা দেশে শিক্ষার প্রসারে নতুন করে বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। এখানকার শিশুরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় বিষয়টি উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাটিয়েছি। আমরা চাই এখানকার শিশুরা সুশিক্ষা গ্রহণ করে সমাজে মাথা উচু করে দাঁড়াবে।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *