নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা সদর বাজারে চিংড়ি মাছে ক্ষতিকারক জেলি ব্যবহারের দায়ে ২ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সায়মা আবছারের আদালত এ দণ্ড প্রদান করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীর কাছে থাকা জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। ক্ষতিকারক জেলি ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়।
অভিযানের সময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশীদ ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ
Leave a Reply