সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির চাপায় আবুল বাশার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর) রাত সাড়ে ৭টার সময় ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমী স্কুলের পশ্চিম পার্শ্বে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার ফটিকছড়ির ভূজপুর থানার কোটপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জানা যায়, নিহত আবুল বাশার মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে বার আউলিয়ার হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
জানা যায়, নিহত বাশার ভাটিয়ারী এলাকায় একটি পোল্টি ফার্মে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply