সীতাকুণ্ডের সলিমপুরে অন্ডকোষে স্ত্রীর লাথি, স্বামীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে স্ত্রীর লাথির আঘাতে আবুল হাসেম (৫৫) নামক এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলার ৯ নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫ নং সমাজের ১ নং ওয়ার্ড এ ঘটনা ঘটে।

জানা যায়,গত মঙ্গলবার জঙ্গল সলিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর গোপন অঙ্গের অন্ডকোষে লাথি মারলে সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়েন। ওইদিনই তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তিনদিন পর তাকে বাসায় নিয়ে আসলে আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার সময় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত আবুল হাসেম সিরাজগঞ্জ জেলার চলঙ্গা থানার আগরপুর ইউনিয়নের মছের আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, স্ত্রীর লাথির আঘাতে (স্পর্শ কাতর স্থানে) গুরুতর আঘাতপ্রাপ্ত হয় স্বামী। ধারণা করছি ব্যথার কারণে লোকটি স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *