ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ : ফেনীতে মেইল ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনসহ মোট তিনেজনের মৃত্যু হয়। তাছাড়া একই ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হওয়ার খবর জানা গেছে।

আজ রবিবার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনের মধ্যে ১১ জনকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এছাড়াও কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫), আশিক (১৭), চাপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২), ও পাবনার রন্দু খান (২৪)।

বাসের কয়েকজন যাত্রী জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এনআর পরিবহনের বাসটি কুমিল্লার র জাহান হোটেলে যাত্রা বিরতি করে। এরপর পর ফের ছেড়ে যায়। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে।

ঘটনাস্থল থাকা ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন জানান, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ পর্যন্ত ১৩/১৫ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধার অভিযান শেষে বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *