বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বনজুর রেস্টুরেন্টের পরিচালক অপারেশন আক্কাছ উদ্দিন এ দোয়ার আয়োজন করেন।
তিনি বলেন, চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বরাবরই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন। ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও কয়েক দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, এই করোনাকালীণ সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে নিরলস কাজ করেছেন।
এতে উপস্থিত ছিলেন, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ খুরশেদ আলম, শাহজাহান, বেলাল, আবু বক্কর, ছাত্রলীগ নেতা রাছিব, সোহেল, আরিফ, হাসান, মিনহাজ সহ ছাত্রলীগ-যুবলীগের কর্মীগণ এবং এলাকার মান্য গন্য ব্যক্তিবর্গ।
মুনাজাত করেন মাওলানা শফিকুল্লাহ মাহমুদ।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply