কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : বৃক্ষের সাথে এ কেমন শুত্রুতা ! শতাধিক বৃক্ষ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার ফুলতলা গ্রামে।
জানা যায়, ফুলতলা গ্রামের মোঃ শাহাজাহান তার পৈত্রিক জায়গায় একাশি গাছসহ নানা প্রজাতির বৃক্ষের চারা রোপন করে একটি বাগান বাড়ী বানায়। গত কয়েক মাসের মধ্যে বাগানটি সবুজ বনায়নে পরিণত হয়। সোমবার সকালে শাহজাহান বাগানে গিয়ে দেখতে পান শতাধিক গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা।
এব্যাপারে মোঃ শাহজাহান বলেন, পাষন্ড দুর্বৃত্তরা রাতের আধাঁরে বৃক্ষের চারাসহ শতাধিক গাছ নির্বিচারে নিধন করে বাগান বাড়ীটি নি:চিহৃ করে ফেলছে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় লিখিত এজাহার দায়ের করছে বলে জানা গেছে।
থানার ডিউটি অফিসার জানান, অভিযোগের বিষয়টি এসআই সামিউর রহমানকে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply