রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলার রাণীশংকৈল উপজেলায় পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে মা ও তার দুই সন্তানের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে প্রতিবেশীরা।

মৃতরা হলেন, ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি (১১) ও তার ছেলে আরাফাত (৪)।

প্রতিবেশীরা জানান,  আজ ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া যায় বলেও জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ফেরিওয়ালা আকবর আলীর সঙ্গে স্ত্রী আরিজা খাতুনের বুধবার সন্ধ্যায় ঝগড়া হয়। এক পর্যায়ে রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে বৃহস্পতিবার সকালে আকবরের বাবা সিরাজুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার সময় পাশের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করেছেন রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

তিনি বলেন, একটি সাড়ে চার ফিট গভীর ডোবা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনেকদিন থেকেই তাদের পারিবারিক ঝামেলা চলছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহলকে কেন্দ্র করে এমনটি ঘটছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মৃত আরিজার স্বামী আকবর আলী পুলিশি হেফাজতে রয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/গৌতম চন্দ্র বর্মন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *