চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা ও ১৬ টি থানার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নগরীর জে এম সেন হলে পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়রপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখড়ে পৌঁছে গেছে। অসাম্প্রায়িক বাংলাদেশ গড়ায় যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেখেছিলেন তারই ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা এই সোনার বাংলাকে গড়ে তুলেছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যার ফলশ্রুতিতে নেত্রী চট্টগ্রামের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এই নগর আমার আপনার সকলের। তাই এই নগরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় সকলকে আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান এম.রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সজল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত আরো বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী৷

এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক এড নিখিল নাথ, সিনিয়র সদস্য বাবুল ঘোষ বাবুন, বিপ্লব কুমার চৌধুরী, বিপু ঘোষ বিলু, প্রদীপ শীল, নটু কুমার ঘোষ, বিল্লব সেন,দোলন দেব, এড টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, এড তপন কুমার দাশ, শ্যামল দাশগুপ্ত, চন্দন পালিত, নিউটন দে, এড গৌতম সিংহ হাজারী, অরুণ রশ্মি দত্ত, সৌরেন দত্ত, শ্যামল মজুমদার, স্টালিন দে, প্রিয়তোষ ঘোষ রতন, বিশ্বজিৎ রায়, সন্জয়িতা দত্ত পিংকি, নারায়ণ সিংহ, তমাল শর্মা চৌধুরী, এড সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, সাজু চৌধুরী, অসীক দত্ত, বিবেক দেব, রাধা রানী দেবী, পম্পী দাশ, রিপন রায় চৌধুরী, দীপ্ত সিংহ, অসিত বরন বিশ্বাস, কুশন সেন, উত্তম কুমার শীল, গোপাল দাশ টিপু সহ মহানগরের আওতাধীন ১৬টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *