জাতীয় সংসদের হুইপ পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউতে এই সব চিঠি দেয়া হয়। চলমান শুদ্ধি অভিযানে নাম আসা ঠিকদার জিকে শামীম, হুইপ শামসুল হক চৌধুরী, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ অর্ধশত ব্যক্তির নাম তালিকায় রয়েছে।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এইসব চিঠি পাঠানো হয়। অভিযুক্তদের কয়টি ব্যাংক একাউন্ট রয়েছে, একাউন্টগুলোতে কত টাকা রয়েছে এবং কবে কার কার সাথে লেনদেন হয়েছে – এসব তথ্য জানতে চাওয়া হয়েছে চিঠিতে
Leave a Reply