রিজভী-টুকু-নয়নের সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও মিলাদ

বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সিঃ‌ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুবদল পাহাড়তলী ও আকবর শাহ থানা শাখার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর এ.কে. খাঁন মাহমুদ খাঁ জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি জনাব মোশাররফ হোসেন দিপ্তী, আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুস সাত্তার সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর সেচ্চাসেবক দলের সহ সভাপতি শহিদ উল্লাহ বাহার, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আবদুল হামিদ পিন্টু, জিয়াউল হুদা শাহরিয়ার (জিয়া), খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন টুনু, হোসেনউজ্জামান হোসেন, মিজানুর রহমান বাবুল, মিজানুর রহমান দুলাল, মনজুর আলম, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব শওকত খান রাজু, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, আজিজ চৌধুরী, মোহাম্মদ অপু, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনোয়ার, ১১ নং দক্ষিণ কাট্টলী যুবদলের আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল খান, মোহাম্মদ আজিম, এস এম অভি, মোহাম্মদ শামিম প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

উক্ত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ দলের সকল নেতাকর্মীদের রোগমুক্তি কামনা, করোনা মহামারী ও অন্যান্য রোগে মৃত্যবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *