রেয়াজউদ্দিন বাজারের ৩ গোডাউনে অভিযান : ২ টন পলিথিন উদ্ধার

politin

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে ৩টি গোডাউনে অভিযান চালিয়ে ২টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসী।

দামপাড়া পুলিশ লাইনের সদস্যদের সহযোগীতায় পরিচালিতে অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক ও সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে রেয়াজউদ্দিন বাজারের তিনটি গোডাউন থেকে ২ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের এ কর্মকর্তা।

২৪ ঘন্টা/রাজীব..

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *