রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাউজান সরকারি কলেজ জামে মসজিদে দোয়া মাহফিলে রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, পৌর কাউন্সিলর শওকত হাসান।
উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগ নেতা আরিফুল হক চৌধুরী,সাবের হোসেন, সবুজ দে ভানু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, শরিফুল হক মুন্না, জুয়েল, ইমন, মুক্তিযুদ্ধ মঞ্চ রাউজান উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন সিফাত।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বোরহান উদ্দিন কাদেরী।
দোয়া মাহফিল শেষে মুন্সিরঘাটায় পথচারীদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম
Leave a Reply