চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানায় দায়ের করা একটি মামলায় ফটিকছড়ির ইউপি চেয়ারম্যান একে এম সরোয়ার হোসেন প্রকাশ স্বপনকে কারাগারে প্রেরণ করেছে চট্টগ্রামের একটি আদালত।
আজ ২৮ অক্টোবর সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক সরোয়ার জাহান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরিত আসামি সরোয়ার হোসেন স্বপন ফটিকছড়ি হাইদচকিয়া এলাকার মৃত হাজী আবুল কালামের ছেলে এবং ফটিকছড়ি উপজেলার ৬ নং পাইন্দং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
তথ্যটি নিশ্চিত করে মামলার বাদীর আইনজীবি অ্যডভোকেট মোশারফ হোসেন বলেন, সৌরভ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র নিয়ে জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগে আকবর শাহ থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন মামলার প্রধান ও প্রথম আসামি সরোয়ার স্বপন।
আদালত শুনানীতে আসামি এবং বাদী পক্ষের বক্তব্য শোনার পর ইউপি চেয়ারম্যান স্বপনের জামিন না মঞ্জুর করে পিডব্লিউ মূলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আইনজীবি অ্যডভোকেট মোশারফ হোসেন বলেন, হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা এবং ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ এনে গত ১১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৫০৬ ও ৩৪ ধারায় একটি অভিযোগ দায়ের করেন মামলার বাদী সৌরভ হোসেন। অভিযোগে ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপনসহ ৪ জনকে আসামি করা হয়।
আদালত মামলাটি তদন্তের জন্য নগরীর আকবর শাহ থানাকে নির্দেশ দেন। তদন্ত করতে গিয়ে থানা সূত্রে জানতে পেরে আজ সোমবার সকালে আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থণা করেন স্বপন। আদালত জামিন না মঞ্জুর করে স্বপনকে কারাগারে পাঠিয়ে দেন।
এ মামলার অপর আসামীরা হলেন, ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং আলম চৌধুরী বাড়ির আবু বক্কর চৌধুরীর ছেলে ইকবাল করিম (৪০), আকবর শাহ থানা গোলপাহাড় মোড় মালিপাড়ার আবুল সরকারের ছেলে মোহাম্মদ আজিম (২৫) ও একই এলাকার মৃত মনোহর আলীর ছেলে মো. নাছির (৪)।
Leave a Reply