২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : চট্টগ্রামের ৬ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহণের শুরুতে প্রথমে সুষ্ঠ এরপর বেলা বাড়তেই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষ। ঠিক এভাবেই কেটেছে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় কয়েকটি নির্বাচন কেন্দ্র। সংঘর্ষে জড়িয়েছে চেয়ারম্যান ও ইউপি সদস্যের সমর্থকেরা।
এতে ফটিকছড়িতে ৩ জন ও আমিরাবাদে ২ জন আহত হওয়ার খবর জানা গেছে। তবে প্রশাসনের তৎপরতায় সংঘর্ষে রুপ নেওয়া কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন বলেন, উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদের নির্বাচনে শোভনছড়ি জে এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাতাহাতির ঘটনায় তিনজন আহত হয়। এরা হলেন আলী আকবর জুনু, ইমাজ উদ্দিন ও জেম। খবর পেয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। স্বাভাবিকভাবেই পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমেন খান বলেন, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বড় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন উপজেলার আমিরাবাদ ১নং ওয়ার্ডের আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন সামান্য আহত হয়।
তাছাড়া কেন্দ্রটির কয়েকটি বুথে দুর্বৃত্তদের হামলার কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
দুই উপজেলায় ছোট কিছু বিচ্ছিন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বাকি ৪ উপজেলার নির্বাচন কর্মকর্তারা দাবী করছে নির্বাচনকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে আইনশঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের ১১টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং চেয়ারম্যান পদের নির্বাচনে মোট ২৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১১৮ জন সাধারণ সদস্য এবং ৩৭ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এর আগে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ আরও তিন ইউনিয়নের সাধারণ ওয়ার্ডে সদস্য পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওইসব ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করেছেন।
ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৩১২ জন। এর মধ্যে ৫ হাজার ৭৫৬ জন পুরুষ, ৫ হাজার ৫৫৬ জন মহিলা। এছাড়া নানুপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৯শ ৫১ জন। এর মধ্যে ১০ হাজার ১৩৮ জন পুরুষ ও ৯ হাজার ৮১৩ জন মহিলা ভোটার।
লোহাগাড়া উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে লোহাগাড়া সদর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩২৯ জন ও মহিলা ১০ হাজার ৮৪০ জন।
আমিরাবাদে মোট ভোটার ২৮ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১১৫ জন ও মহিলা ১৩ হাজার ৮২৮ জন। আধুনগর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১৪১ জন ও মহিলা ৭ হাজার ৪১৫ জন।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply