মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না: ওসি সিরাজ

ডেস্ক নিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রেস স্টিকার লাগিয়ে মহাসড়কে নাম্বার, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন কোনো যান চলতে পারবে না। এ ধরনের কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১ অক্টোবর ( বুধবার) এমনটি জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, চট্টগ্রাম-মহাসড়কে প্রতিনিয়ত যেসব ইয়াবা পাচার হয়ে আসছে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে পটিয়ার ক্রসিং হাইওয়ে পুলিশ। আপনারা সহযোগিতা করুন। যতই রাত হোক না কেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ মহাসড়ক পাহারায় থাকবে।

ওসি জানান, ধ্বংসাত্মক ইয়াবা পাচাররোধে সবসময় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। তাছাড়া মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, যানজট নিরসন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।

২২ অক্টোবর (বৃহস্পতিবার) পালিত হবে নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষ্যে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া সড়কে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করবে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *