অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে দিতে হবে: বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নেশার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছেন। সারাদেশে আজ যুবদলের শক্ত ভিতের উপর দাড়িয়েছে। বর্তমান সরকারের হাজারো দমন নিপীড়ন সহ্য করে সারাদেশের মতো চট্টগ্রামেও আজ শক্তিশালী অবস্থানে আসীন হয়েছেন। ওয়ার্ড, মহল্লা থানায় থানায় যুবদলকে সংগঠিত করে সরকারের অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে দিতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২২ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে আর. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, মো. নওশাদ, মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ যুবরাজ, সাবেক যুবদল নেতা সালেহ আহমদ, কোতোয়ালি থানা যুবদল নেতা ওয়াহিদ মুরাদ, ২২নং ওয়ার্ড যুবদল নেতা মো. মোর্শেদ, মো. হাবিব, মো. জাবেদ, মো. হাসান, মো. হেলাল, মো. ইসলাম, মো. জসিম, মো. ইসকান্দর, মো. রুবেল, মো. ওয়াদুদ, মো. জিহাদ প্রমুখ।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *