চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ’ অতিঃ ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
আজ মঙ্গলবার সকালে সিএমপি কমিশনারের কার্যালেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর ভবিষ্যত জীবনের সর্বাঙ্গীন সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন উপস্তিত উদ্ধতন কর্মকর্তারা।
এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। আরো খবর : চট্টগ্রামের মিনা ও শ্যামলসহ অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা
উল্লেখ্য গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।
এর মধ্যে চট্টগ্রামের রয়েছে দুজন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ ছাড়াও অপরজন হলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা।
Leave a Reply