খাগড়াছড়ি সিএস অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে গাড়ী মেরামতের বিল বাবদ প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সিভিল সার্জন অফিসের বহুল আলোচিত সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: জাহেদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো: আলমগীর হাসানের বিশেষ ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবুল বাশার।

মামলার আসামীরা হলেন খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: জাহেদ হোসেন, প্রাক্তন হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয় যে, ২০১৭ সালের জুন মাসে উক্ত ৩ ব্যক্তি একে অপরের যোগসাজসে তৎকালীন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মো: আবদুস সালামের স্বাক্ষর জাল করে ভুয়া কার্যাদেশ সৃজন পূর্বক ৪ টি গাড়ি মেরামতের বিল তৈরি করে ১১,৭২,৬২০ টাকা হতে আয়কর ও ভ্যাট বাবদ ১,৩১,৬৯৮ টাকা কর্তন করে অবশিষ্ট ১০,৪০,৭২২ টাকা আত্মসাৎ করে। যাহা দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭২ এবং ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলার বাদী দুদুকের সহকারী পরিচালক আবুল বাশার জানান, ১৯৪৭ সনের দুনীতি প্রতিরােধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমল নিয়ে দুদকের তদন্তের নির্দেশ দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসে বিভিন্ন দূর্নীতির সাথে জড়িত ছিলেন। তিনি চাকুরী থাকাকালীন সময়ে নিজ স্ত্রীর নামে ‘নুরী এন্টারপ্রাইজ’ লাইসেন্স ব্যবহার করে নিজ অফিসের অনেক ঠিকাদারী কাজ গুপছি বিজ্ঞপ্তির মাধ্যমে হাতিয়ে নিতেন। তার দুর্নীতির বিষয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *