আ’লীগের দপ্তর উপকমিটির চেয়ারম্যান হলেন ড. অনুপম সেন

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. অনুপম সেনকে দলের পক্ষ থেকে এ মনোনয়নের কথা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় ড. অনুপম সেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিল্পব বড়ুয়া।

তিনি জানান, অর্পিত ক্ষমতাবলে এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ মনোনয়ন প্রদান করেন।

ড. অনুপম সেন এ মনোনয়নের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে ড. অনুপম সেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় ‘সমৃদ্ধির পথে বাংলাদেশ’ ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ড. অনুপম সেন।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *