বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা

ডেস্ক নিউজ : চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান প্রকৌশলীসহ (উৎপাদন) ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন। তবে সংসথাটির উপ পরিচালক মাহবুব আলম জানিয়েছেন মঙ্গলবার বিকাল ৪ টায় মামলা রেকর্ড হবে।

মামলার আসামিরা হলেন, মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনাল মালিক আব্দুল আলীম, শিকলবাহা ১৫০ মে. ও. পিকিং বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, রাজশাহীর প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিডিবির অতি. প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ এবং চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) মিজানুর রহমান।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ১২ গুণ বেশি দামে দুটি বৈদ্যুতিক পাম্প কিনেছে। ২৫ লাখ টাকা দামের পণ্য সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যে পিডিবি’র সাথে চুক্তি সম্পাদন হলেও সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ ও ২০১৯ সালে মাত্র ৩০ হাজার ১৭ ডলার ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় এলসির মাধ্যমে ভারতে পাঠায়।

ঠিকাদারের লাভ ২০ শতাংশ ধরা হলেও পাম্পের খরচ দাড়ায় ৩৬ হাজার ২১ মার্কিন ডলার। বাকি ৩ লাখ ২৮ হাজার ৯৭৯ মার্কিন ডলার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *