২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দেওদীঘি কে. এম. উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস ফোরাম-এর উদ্যোগে এক মতবিনিময় সভা গত মঙ্গলবার (৩-নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
এতে ফোরামের সভাপতি আ. ন. ম. সেলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় ফোরামের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক পদক্ষেপ পরিচালনার বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মুরিদুল আলম চৌধুরী।
যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান-এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: হাসান আলী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সহসভাপতি এডভোকেট এরশাদুর রহমান রিটু, সহসভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মিসেস হাবিবা নাজনীন মুন্নী, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুল আলম, প্রকাশনা সম্পাদক জালাল উদ্দিন রুমি, স্পন্সর বিষয়ক সম্পাদক দিদারুল হাসান, দপ্তর সম্পাদক শহীদুল আলম, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল আজম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, লাইব্রেরি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলামসহ প্রমুখ।
সভায় ফোরামের সদস্যগণের মাঝে যাঁরা সম্প্রতি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন পদে যোগদান করেছেন কিংবা পদোন্নতি পেয়েছেন তাঁদের সম্মাননা জানানো হয়। সভায় করোনা মহামারী থেকে রক্ষায় এবং এ যাবত ফোরামের মরহুমদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশেকে ইলাহী চৌধুরী। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply