রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

রাউজান হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও খিরাম ক্বাদেরীয়া মুঈনীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দিদারুল আলমকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে অজ্ঞাতরা। শুধু তাই নয় তার ফেসবুক আইডি হ্যাক করে ছাত্রী দ্বারা ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে এমন হুমকিও প্রদান করা হয় মোবাইলে।

এ ঘটনায় হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা দিদারুল আলম প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (১০৯২) করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, রাউজান এমপির সাজানো গ্রাম, রাস্থাঘাট, ব্রীজ রক্ষাসহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার এলাকার মানুষ তার সমাজ উন্নয়ন মুলক কর্মকান্ডে সাথে রয়েছেন। এতে কিছু ব্যাক্তির চক্ষুশুল হওয়ায় তার চলমান এসব কর্মকান্ডে বাধাঁ দেওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে অজ্ঞাত ব্যাক্তিরা।

তিনি জিডি কপিতে উল্লেখ করেন, গত ২৫- ১০-১৯ রাত ১১-০৫ মিনিটের সময় অজ্ঞাত ব্যাক্তি মোবাইলে ফোন করে বলেন,  ফেইজবুক আইডি হ্যাক করে তার প্রতিষ্টানের ছাত্রী দ্বারা তাকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে। এছাড়া হত্যার হুমকিও প্রদান করেন। ভীত হয়ে বার বার কল কেটে দিলেও তিনি ফের ফোন করে গালমন্দ করে আসছে। ফলে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে থানায় জি,ডি (১০৯২) করতে বাধ্য হয়েছি।

এদিকে সমাজ সেবক এ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে দুঃখ প্রকাশ করেছেন মাদরাসা শিক্ষক মন্ডলি ও সাজেদা কবির চৌধুরী সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছাত্র- ছাত্রীরা।

বিদ্যালয় প্রধান শিক্ষক জানে আলম শরীফ ও মাদরাসা প্রধান মাওলানা এরফানুল করিম সিদ্দকী দুঃখ প্রকাশ করে বলেন, এধরনের হুমকি দাতারা শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তায় বাধাগ্রস্ত করে যে কোন দূর্ঘটনা ঘঠাতে পারে। এসব হুমকি দাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *