আন্তর্জাতিক ডেস্ক : মহাসাগরে দ্বীপ রাষ্ট্র মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৫ নবেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট লুইসের পাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও নিহত সবাই হাইবেক পার্টনার নামে একটি কোম্পানির কর্মী।
সকাল সাড়ে সাতটায় কর্মস্থলে যাওয়ার সময় তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি বাস টার্মিনালে আঘাত করে। এতে বাসটি দুমড়ে মুচড়ে মারা যান চার বাংলাদেশি। হতাহত হন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
মরিশাসে বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানিয়েছেন, তারা নিহতদের ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করবেন এবং নিহত চারজনের মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানো হবে।
এ ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply