আজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ দেশের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানবাধিকার নেই। দেশ‌কে স্বাধীনতা করার জন্য যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিল আমা‌দের বীর ম‌ুক্তিযোদ্ধারা। দুর্ভাগ্য তা‌দের সেই স্বপ্ন বাংলাদেশে এখনো পূরণ হয়নি। স্বাধীনতার মূল যে চেতনা ছিলো গণতান্ত্রিক, তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রহীন আজ‌কের বাংলা‌দে‌শে গভীর সংকট দেখা‌ দি‌য়ে‌ছে। বর্তমান অগণতা‌ন্ত্রিক সরকার মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। দে‌শের সর্বত্র আইন শৃঙ্খলার অবন‌তি, গুম, খুন, সরকারি দলের ক্যাডারদের অব্যাহত সন্ত্রাসে জনজীবন অতিষ্ঠ। ‌

তি‌নি আজ শুক্রবার (৬ ন‌ভেম্বর) সন্ধ্যায় কালামিয়া বাজার ইপিক টাওয়ারের ১৮ নং পূর্ব বাক‌লিয়া ওয়া‌র্ড বিএনপির উদ্যোগে ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরন ও মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা.শাহাদাত হোসেন আরা বলেন, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। প্রতিটা পণ্যের দাম চারগুন, পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। লুটপাটের জন্য তারা সিন্ডিকেট তৈরি করেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তাই এ থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান কর‌তে ঐক্যবদ্ধ আ‌ন্দোল‌নের বিকল্প নাই।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসন চলছে। আওয়ামী লীগের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পরে আ‌ছে। বিএনপিই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে দল গণতন্ত্র, ভোটা‌ধিকার, আই‌নের শাসন ফিরিয়ে আনতে সংগ্রাম ক‌রে যা‌চ্ছে। বেগম খালেদা জিয়া কারাগারে কষ্ট করছেন, তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন। শুধুমাত্র গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আজ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। ইনশাআল্লাহ বিএন‌পির বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে দে‌শে স্বৈরত‌ন্ত্রের অবসান হ‌বে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, ভোটারবিহীন এই সরকার জবরদস্তির মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে। তারা গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করছে, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারগুলোকে নির্দয় ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পৈশাচিকভাবে পিষ্ট করছে।

১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, নগর বিএনপির সহ সম্পাদক মোঃ শাহজাহান, হাসেম সওদাগর, আলমগীর নুর,সদস্য আলী ইউসুফ, আব্দু সবুর, মুহাম্মদ ইউসুফ, বাকলিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর , মুজিবুর রহমান মহিলা, দল নেত্রী কামরুন নাহার, মনোয়ারা মনু,কোহিনুর বেগম, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, যুবদল নেতা মোহাম্মদ মুচা, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইউনুস, ছাত্রদল নেতা গাজী মোঃ শওকত, এডভোকেট শাহেদ, সাজ্জাদ, মাহবুব, মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আলম, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *