সীতাকুণ্ড প্রতিনিধি : ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় আজ জুমার নামাজের পর ব্যাপক মিছিল ও সমাবেশ করেছে মুসল্লীরা।
মাদামবিবিরহাট মাওলানা জামে মসজিদ কমিটির আয়োজনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে হাজার হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও মানববন্ধন থেকে ফরাসি ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় একের পর এক মিছিল। মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়। একটির পর একটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাধারণ মুসল্লীদের আয়োজিত এসব মিছিলে আনা প্ল্যাকার্ডে কেউ যেমন ইসলামের নবীর পক্ষে শ্লোগান লিখেছেন আবারে অনেকেই তাদের ব্যানার প্ল্যাকার্ডে ফ্রান্সের পণ্য বয়কটের আহবান জানিয়েছেন।
তারা বলেছেন তাদের দাবি একটিই আর তা হলো ”নবী বা ইসলাম ধর্ম”র যিনি ”অবমাননা” করেছেন তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, মানবাধিকার নেতা মোহাম্মদ রফিক, আওয়ামীগ নেতা মোঃ ইউসুফ,গাউছিয়া কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, মোঃ আলম কন্ক্ট্রাকটরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply