চবি শিক্ষার্থীর মাথা ফাটালো সিএনজি চালকরা

চবি প্রতিনিধিঃ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবু হেনা মাসুমের মাথা ফাটিয়ে দিয়েছে সিএনজি চালকরা। এতে ওই শিক্ষার্থীর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের মক্কা-মদিনা হোটেলে এই ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, গত দুই তিনদিন আগে মাসুমের সঙ্গে ভাড়া নিয়ে এক সিএনজি চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। পরে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাত খেতে গেলে আগে থেকে তাকে অনুসরণ করে তিন সিএনজি চালক। হঠাৎ করে তাকে মারধর শুরু করে। এতে মাসুমের মাথা ফেটে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়।

মাসুমের বন্ধু সাইফুল বলেন, এই ঘটনায় আগামীকাল (শনিবার) আমরা হাটহাজারী থানায় মামলা করবো। এছাড়া প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিবো।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান বলেন, ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ের বাহিরে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে সিএনজি চালকরা। আমরা শিক্ষার্থীকে দেখে এসেছি। তার মাথায় সেলাই করা হয়েছে। ঘটনা যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাহিরে হয়েছে তাই পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *