চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ২ ঘন্টা বাস ধর্মঘট : যাত্রীদের ভোগান্তি

পরিবহণ ধর্মঘট ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুটে ২ ঘন্টা বাস ধর্মঘট করেছে পরিবহন শ্রমিকরা।

আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে প্রতীকী এই ধর্মঘট। এসময় বহদ্দারহাট বাস টার্মিনালে মানববন্ধন করে শ্রমিকরা।

৪ দফা দাবির বাকি ৩ টি দাবী হলো- টার্মিনাল এলাকার সড়ক সংস্কার, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ ও চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুট থেকে নিবন্ধনহীন অবৈধ গাড়ি অপসারণ।

বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করে। তারা জানায় এরপরও দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে।

ধর্মঘটকালে দুই ঘণ্টা চট্টগ্রাম থেকে কক্সবাজার-বান্দরবান রুটের সব বাস চলাচল বন্ধ ছিল। এতে দূর্ভোগে পড়েন এসময়ে বিভিন্ন গন্তব্যে যেতে টার্মিনালে আসা দুর দুরান্তের যাত্রীরা।

নগরীর বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষমান আবুল খায়ের বলেন আমি দুপুরে কুমিল্লা থেকে পরিবার নিয়ে এসেছি বান্দরবান যাওয়ার উদ্দ্যেশে। এসে দেখি সব বাস বন্ধ রেখে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট পালন করছে।

পুর্বঘোষণা ছাড়া এভাবে ধর্মঘট পালন করায় আমার মতো অনেক যাত্রীই এখন ভোগান্তিতে পড়েছে, সকলকে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *