বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

আজ বুধবার সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ, ঢাকার দায়িত্বরত প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি ও তল্লাশি চালায়। এক পর্যায়ে সকাল ৮টা ৪০ মিনিটে ৮ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের (ফ্লাইট নম্বর- বিজি০২২, সিট নম্বর-২২সি) সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *