স্থগিত করা হল চবি’র ডি ইউনিটের ফলাফল, পুন:পরীক্ষা ৬ নভেম্বর

কারিগরি ত্রুটির কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফলাফল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় পাঠ্যক্রমে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে জটিলতায় (চবি) ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে সম্মিলিত ফল ঘোষণা করার কথাও জানিয়েছেন ডি ইউনিটের সমন্বয়ক ও শিক্ষা অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, একটি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য সাধারণত তিন ধরনের প্রশ্ন প্রনয়ণ করা হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো ১-জেনারেল, এতে শুধুমাত্র ইংরেজির প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে। এছাড়া বাকী প্রশ্ন বাংলায় করা হয়। ২- ন্যাশনাল কারিকুলাম, এতে বাংলা ছাড়া সকল প্রশ্ন ইংরেজিতে করা হয়। ৩- ব্রিটিশ কারিকুলাম, এতে সকল প্রশ্নই ইংরেজিতে করা হয়।

সাধারণ ও ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী ‘ডি’ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ছাপানো হয়। ন্যাশনাল কারিকুলামের ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের ঐচ্ছিক ইংরেজি পরীক্ষার প্রস্তুতি না থাকায় জটিলতা দেখা দিলে মঙ্গলবার ‘ডি’ ইউনিটের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

তিনি বলেন, আগামী ৬ নভেম্বর ন্যাশনাল কারিকুলাম ইন ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদেও পুনরায় পরীক্ষা নিয়ে তারপর ফলাফল ঘোষণা করা হবে।

‘ডি’ ইউনিটের এক হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জনের আবেদন জমা পড়েছে এবার। গত সোমবার এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৪ হাজার ৯শ ৯০ জন।

এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ, আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের সব বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *