হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী হালদা অংশে অভিযান জাল জব্দ

চট্টগ্রাম ডেস্ক : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী উপজেলার বিভিন্ন অংশে অভিযান চালিয়েছে প্রশাসন।

এসময় মাছ শিকারের জন্য নদীর বিভিন্ন অংশে বসানো ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের নের্তৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

তিনি জানান, অবৈধভাবে কতিপয় ব্যাক্তি মধ্যরাতে হালদা নদীতে মাছ শিকার করছে এমন তথ্য পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সহায়তায় মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়।

এসময় হাটহাজারী উপজেলার আওতাধীন হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশ থেকে ৩ হাজার মিটার জাল জব্দকরা হয়। জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে জানিয়ে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বললেন রুহুল আমিন।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *