রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু

রাজধানীর রূপনগর আবাসিকের ১১ নম্বর রোডে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো রমজান, মুকুল, শাহীন, ফারজানা। সবশেষ বিকালে নিহত শিশুটির নাম জানা যায়নি। তাদের সবার বয়স ছয় থেকে নয় বছরের মধ্যে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, ‘ঘটনাস্থলে চার শিশুর মৃত্যুর পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা পাঁচজন।’

আনিসুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘বেলা সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী আনিস আরো জানান, বিস্ফোরণে তাদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীর ডান হাত উড়ে যায়। এছাড়া বেলুন বিক্রেতাসহ আরও তিনজন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আছে বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *