বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন আরিফুল হক। শেষ ওভারের প্রথম পাঁচ বলে চারটি ছক্কা হাঁকিয়ে প্রায় জিতে যাওয়া ম্যাচ ফরচুন বরিশালের মুঠো থেকে বের করে আনেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি তামিমের দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান।
দলের পক্ষে অর্ধশতক হাঁকান পারভেজ হোসেন ইমন (৪২ বলে ৫১)। এছাড়া তৌহিদ হৃদয় ২৫ বলে ২৭, মাহিদুল ইসলাম অঙ্কন ১০ বলে ২১, তামিম ১৫ বলে ১৫ ও তাসকিন আহমেদ ৫ বলে অপরাজিত ১২ রানের ইনিংস খেলেন।
খুলনার পক্ষে শহিদুল আলম চারটি উইকেট শিকার করেন তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়ে। দুটি করে উইকেট শিকার করেন শফিউল ইসলাম ও হাসান মাহমুদ। ৩ ওভার বল করে ১৮ রানের খরচায় একটি উইকেট শিকার করেন ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান।
অবশ্য বোলিংয়ের খুলনার সাফল্য মিলিয়ে যায় ব্যাটিংয়ের সময়। তাসকিন-সুমন খানদের বোলিং তোপে রিয়াদ-সাকিবরা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে ব্যর্থ হন। প্রথম ওভারেই তাসকিন শিকার করেন এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসকে। সাকিব (১৩ বলে ১৫) ও রিয়াদ (১৬ বলে ১৭) প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন জহুরুল ইসলাম অমি ও শামিম হোসেন পাটোয়ারি। জহুরুল ২৬ বলে ৩১ ও শামিম ১৮ বলে ২৬ রান করে বিদায় নেন। আরিফুল হকের ধীরগতির ইনিংস বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছিল। তবে নিজের শক্তিটুকু বুঝি শেষ ওভারের জন্য জমা রেখেছিলেন হার্ড হিটার হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। তামিম বল তুলে দেন মেহেদী হাসান মিরাজকে। মিরাজের প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে চারটি ছক্কা হাঁকিয়ে আরিফুল অবিশ্বাস্যভাবে দলকে জয় এনে দেন ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই। বরিশালের পক্ষে তাসকিন ও সুমন দুজনই শিকার করেন দুটি করে উইকেট। হারের তেতো স্বাদ পাওয়া মিরাজ ৩.৫ ওভারে বিলি করেছেন ৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : জেমকন খুলনা
ফরচুন বরিশাল : ১৫২/৯ (২০ ওভার)
ইমন ৫১, হৃদয় ২৭, অঙ্কন ২১, তামিম ১৫
শহিদুল ১৭/৪, শফিউল ২৭/২
জেমকন খুলনা : ১৫৫/৫ (১৯.৫ ওভার)
আরিফুল ৪৮*, জহুরুল ৩১ শামিম ২৬
সুমন ২১/২, তাসকিন ৩৩/২
ফল :জেমকন খুলনা ৪ উইকেটে জয়ী।
Leave a Reply