ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে মুরগির-ফার্মসহ দুটি বাড়ি ভষ্মীভূত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শহরের গাবখান রূপসীর গ্রামে গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডে নুরজাহান বেগম নামে এক নারীর মুরগির খামার সহ বাড়ি পুড়ে দগ্ধ হয়েছে। আগুনে দুইটি বসতঘর ও একটি মুরগীর খামার পুড়ে যায়। এতে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী।

এলাকাবাসী আরও জানান এ ঘটনায় আহত নুরজাহান বেগমকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি খান আরিফুর রহমান।

ঝালকাঠি সদর উপজেলা পরিরষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিয়ে তাদের ব্যক্তিগতভাতে অর্থ সহায়তা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *