প্রেস ক্লাব নেতাদের সাথে ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপনের মতবিনিময়

চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মিলিত হন সাবেক কৃতি ফুটবলার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, মাদারবাড়ী শোভানিয়া ক্লাব ও নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মশিউল আলম স্বপন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিথি মশিউল আলম স্বপন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং ধন্যবাদ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা।

সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন বলেন, ব্যবসায়িক কাজের পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অবদান রাখতে হবে।

তিনি আগামীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের যেকোন উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে প্রস্তত আছেন বলে জানান এবং বলেন চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন সাংবাদিক সমাজের জন্য কল্যাণকর কাজ করে কাজ করে যাবো।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন শুধুমাএ ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নেই, এই করোনাকালে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। চট্টগ্রাম ক্রীড়াগুনে ও তার অবদান উল্লেখ করার মতো। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ায় মশিউল আলম স্বপনকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস অতিথিকে ফুল এবং সম্মাননা ক্রেষ্ট দেন।

সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবতী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার ও প্রকশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য স ম ইব্রাহিম, ক্লাবের স্হায়ী সদস্য জাকির হোসেন লুলু, সাইফুদ্দিন মোঃ খালেদ, মাখন লাল সরকার, দেবপ্রসাদ দাস দেবু, আফজল রহিম সিদ্দিকী, সিরাজুল করিম মানিক, ই পারভেজ ফারুকী, মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ বড়ুয়া, প্রভাত বড়ুয়া, নূরউদ্দিন আহমদ, নিরুপম দাশ গুপ্ত, আরিচ আহমেদ শাহ, সাইদুল আজাদ, তাজুল ইসলাম, সুমন গোস্বামী, আজহার মাহমুদ, রাহুল দাশ, নয়ন সহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *