জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সম্পদ জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুদকের তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আদালত সম্পদ ক্রোকের অনুমতি দেন।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রেজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।
Leave a Reply