বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (৫ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হামলা দেশের মানচিত্রে হামলার শামিল। এ দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো চবি ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হয়নি। আমরা অতি দ্রুত ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদিন পাঠান, রাজু মুন্সি, অনুপম রুদ্র, দ্বীন ইসলাম, মারুফসহ শতাধিক ছাত্রলীগ কর্মী।

২৪ ঘণ্টা/মেহদি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *