পথিকৃৎ-র তিন দশক পূর্তি ও গুণীজন সম্মাননা ১১ ডিসেম্বর

সংস্কৃতি ডেস্ক : পথিকৃৎ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের তিন দশক পূর্তি ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ১১ ডিসেম্বর, শুক্রবার বিকেল তিনটায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ড. গাজী সালেহ উদ্দিন। প্রধান বক্তা থাকবেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক সদস্য ও হোমিও চেতনা-র সম্পাদক আলহাজ ডা. সালেহ আহমেদ সোলেমান।

অনুষ্ঠানে আলেচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মো. নুরুল আলম ও দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক ডা. দুলাল কান্তি চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংবাদিক নিজাম হায়দার সিদ্দিকী। সঞ্চালনায় থাকবেন ডা, আলউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠান সমন্বয়ক সোহেল আহমেদ।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *